পেক্স’ ব্র্যান্ডের নামে নকল জুতা বিক্রি ও এপেক্সের নামের কাছাকাছি নামের ভুয়া ব্র্যান্ড তৈরির অভিযোগে এক কারখানাকে জরিমানা ও সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার জুরাইন ও পোস্তগোলা এলাকায় আলম সুপার মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই শাস্তি দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, মো. শাহ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।