ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১৭ সাংবাদিক। দেশের অর্থনীতি ও বাণিজ্য বিটে কাজ করা সাংবাদিকদের পাঁচটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ ও বাংলাদেশের উন্নয়ন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনসহ দ্বি-পক্ষীয় বিজ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর ও অন্যান্য (ব্লু-ইকোনমি, ট্যুরিজম, কালচার, এজুকেশন, হসপিটালিটি) ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।