শুল্ক কমছে ৪ পণ্যের, বৃহস্পতিবারের আগেই প্রজ্ঞাপন 

রিপোর্টারের নাম / ১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

চিনি, ভোজ্যতেল, চাল ও খেজুর এই চার পণ্যের শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এ বিষয়ে আগামী বৃহস্পতিবারের (৮ ফেব্রুয়ারি) আগেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী যে চারটি পণ্যের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন, সেটার প্রভাব কবে থেকে বাজারে পড়বে? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি স্বস্তি শুরু হয়ে গেছে। কারণ আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর