উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

রিপোর্টারের নাম / ১ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ভর্তি মেলা স্প্রিং-২০২৪। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্লট ৫, সেক্টর ১৬, মিরপুর বেড়িবাঁধ রোড, ঢাকা ১২৩০ এর মাল্টিপারপাস হলে মেলা উপলক্ষ্যে সব স্নাতক প্রোগ্রামে ৩০-১০০ শতাংশ ছাড়ে, ডিপ্লোমা হোল্ডারদের জন্য সব বিএসসি প্রোগ্রামে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়ে এবং সব স্নাতকোত্তর প্রোগ্রামে ৩০-৫০ শতাংশ টিউশন ফি ছাড়ে শিক্ষার্থী ভর্তি চলছে। সব প্রোগ্রামে ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের পরিবার, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড়ে ভর্তি চলছে।

ভর্তি মেলার উদ্বোধন উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৪০টি প্রোগ্রাম চালু রয়েছে এবং আমাদের মোটো হচ্ছে ‘এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ’। আমরা চলমান ভর্তি মেলা উপলক্ষ্যে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিচ্ছি এবং ও লেভেল/এ লেভেল শিক্ষার্থীদের জন্য ৯০ শতাংশ ছাড়ে ভর্তির ব্যবস্থা করছি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর