কোরআনে যে চার নারীর কথা তুলে ধরা হয়েছে

রিপোর্টারের নাম / ১ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

পবিত্র কোরআনের সূরা তাহরীমে আল্লাহ তায়ালা চারজন নারীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। এবং এ থেকে সবাইকে উপদেশ গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রথম দু’জন হলেন দু’নবীর স্ত্রী। একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, অন্যজন লূত আলাইহিস সালামের স্ত্রী।

এ দু’জন নারী তাওহীদ বিষয়ে আপন আপন স্বামীর তথা স্ব স্ব নবীর দাওয়াতে বিশ্বাস আনয়ন করেননি। বরং বাপ-দাদার আমলের শিরকী আকিদা ও রীতি-নীতির উপরে বিশ্বাসী ছিলেন। ফলে তারা জাহান্নামের অধিবাসী হয়েছেন। পয়গম্বরগণের সাথে বৈবাহিক সাহচর্য তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারেনি।

বাকি দু’জন নারীর একজন বিশ্বসেরা নাস্তিক ও দাম্ভিক সম্রাট ফেরাউনের পুণ্যশীলা স্ত্রী আসিয়া বিনতে মুযাহিম। তিনি মূসা আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়ে আল্লাহর ওপর নিজের ঈমান আনার কথা ঘোষণা করেন। এর কারণে ফেরাউনের ঘোষিত মৃত্যুদন্ড তিনি হাসিমুখে বরণ করে নেন। কোন কোন রেওয়ায়াত অনুসারে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ প্রদর্শন করেছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর