গুনাহ হয়ে গেলে স্বভাবতই মানুষ অনুতাপে ভোগেন, পরবর্তী করণীয় ভেবে দুশ্চিন্তায় পড়ে যান। কেউ আবার আপন পাপাচারেই অটল থাকেন, যা আদৌ কাম্য নয়। কারণ পাপ হয়ে গেলে আবারও সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,
(হে রাসুল আপনি) বলুন, হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো- (তোমরা) আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না; আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল ও দয়ালু।’ -(সুরা যুমার : আয়াত, ৩৯)
যারা গুনাহের পর তওবা করে এবং তওবার ওপর অটল থাকে তাদের শয়তান নিজের ‘বড় শত্রু’ মনে । শুধু তওবাকারী নয় ১৫ শ্রেণীর মানুষ আছে, যাদের শয়তান নিজের ‘বড় শত্রু’ মনে ।