শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেল ‘ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ’। দেশের ১১২তম এই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ২৭টি শর্ত দিয়ে পাঠদান পরিচালনার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ইউজিসির ওয়েবসাইটের তথ্যমতে, বর্তমানে দেশে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০৪টিতে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি রয়েছে। এ ছাড়া ছয়টিতে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়নি আর বাকি চারটি শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।