ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ২০২৪-২০২৫ সালের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আফজাল হোসেন ২০২৪-২০২৫ সালের কমিটি ঘোষণা দেন।
নব নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সময় টিভির সহযোগী যুগ্ম বার্তা সম্পাদক এম এ মান্নান মিয়া।
কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইভেনিং নিউজের সম্পাদক এবিএম সেলিম আহমেদ, আমার বার্তার সিকদার আবদুস সালাম, বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি জিএম মাসুদ ঢালী।