সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গত ২৮ অক্টোবরে বিএনপির সমাবেশে আহত সাংবাদিকরা বলেন, গত ২৮ অক্টোবরে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেন। আমাদের এলোপাতাড়ি মারধর করা হয়েছে। আমাদের ওপর যারা প্রকাশ্যে হামলা চালিয়েছে তাদের ফুটেজ আছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা আশা করব, যারা আমাদের ওপর হামলা চালিয়েছে সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
মানববন্ধনে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সাংবাদিকদেরকে রাস্তায় ফেলে নির্বিচারে পেটানো হয়েছে। ক্যামেরাম্যানদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। অনলাইন, টেলিভিশন, পত্রিকা কোনোটাই এর থেকে রেহাই পায়নি। চিফ জাস্টিসের বাসায় হামলা করা হয়েছে, হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের ওপরেও হামলা করা হয়েছে। পুলিশকে নির্বিচারে পিটিয়ে হত্যা করা হয়েছে। সাংবাদিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার দাবি করছি। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবিষয়ে আমরা বহুবার বলেছি এবং এটি নিশ্চিত করার দায়িত্ব সকল রাজনৈতিক দলের।