ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার নিয়ে আসছে নতুন ফিচার। এতদিন ফোনে চ্যাট লকের সুবিধা থাকলেও তা হোয়াটসঅ্যাপ ওয়েবে ছিল না। এবার ওয়েবে এ ফিচার যুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানা গেছে।
হোয়াটসঅ্যাপ ওয়েব অনেকেই ব্যবহার করে থাকেন। বিশেষ করে অফিসের কাজে। যারা অফিসে বসে কাজ করেন, তাদের হাতে চ্যাট লক করার ক্ষমতা থাকা অত্যন্ত প্রয়োজনীয়।
এর আগে ফোনের মতো চ্যাট লকের সুবিধা পাওয়া বহুদিনের চাওয়া ছিল হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের। অত্যন্ত দরকারি এ সুবিধা না দেওয়ায় প্রতিষ্ঠানটির ওপর ক্ষোভও ছিল ব্যবহারকারীদের। নতুন ফিচার নিয়ে কাজ করার খবরে এবার হোয়াটসঅ্যাপ ইউজারদের সেই ক্ষোভ আর থাকছে না। অনেকটা স্বস্তি পাচ্ছেন তারা।