আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে দলীয় প্রতীকে প্রার্থী দেবে না আওয়ামী লীগ। নির্বাচন অংশগ্রহণমূলক ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের। তবে, প্রতীক না দিলেও তৃণমূলের নেতাকর্মীরা যে কোনো প্রার্থীকে ‘একক সমর্থন’ দিতে পারবেন। শুধু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নয়, রাজনীতির মাঠের প্রধান বিরোধী দল বিএনপি দলীয় প্রতীকে অংশ না নিলেও তলে তলে ঘোমটার মধ্যে লড়াই করবে— এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।