ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালতে নতুন দুই বিচারক নিয়োগ পেয়েছেন। জেলা দায়রা জজ আদালতে হেলাল উদ্দিন ও মহানগর দায়রা জজ আদালতে মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়।
জানা যায়, বদলির পূর্বে হেলাল উদ্দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত ছিলেন।