ঢাবিস্থ কালীগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব, সম্পাদক মেরাজ

রিপোর্টারের নাম / ১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কালীগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইয়ুব মোড়ল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেরাজ হাসান৷ 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি নাঈম আকন্দ ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়৷ বর্তমান কমিটিকে ১ বছরের জন্য মনোনীত করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়। 

নবনির্বাচিত সভাপতি আইয়ুব মোড়ল বলেন, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালীগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির দায়িত্বপ্রাপ্তি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমি সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজ করে যাওয়ার চেষ্টা করবো। সর্বোপরি দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের মান ও মর্যাদা কালীগঞ্জে ছড়িতে দিতে চাই। কালীগঞ্জের সকল শিক্ষার্থীদের মাঝে স্বপ্ন জাগরণ করতে চাই, যেনো তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর