দেড় মাসেও শনাক্ত হননি জড়িতরা, মামলা যাচ্ছে সিআইডিতে

রিপোর্টারের নাম / ০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় মাস অতিবাহিত হলেও নাশকতার ওই ঘটনায় সরাসরি জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী। বিভিন্ন সময় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীসহ দুই ডজন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মেলেনি সরাসরি কারও সংশ্লিষ্টতার তথ্য।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ৪২ দিন ধরে আলোচিত ওই ঘটনার তদন্ত চালায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ। এখন এর তদন্তভার যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।

যদিও রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিন রাতেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরদিন সংবাদ সম্মেলন করে ডিবির পক্ষ থেকে জানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর