বাজেট ঘাটতি পূরণে সবচেয়ে বড় উৎস হিসেবে সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক খাত থেকে নেওয়া ঋণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অথচ, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া পুঞ্জীভূত ঋণ আট লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে, বৈদেশিক উৎস নিয়ে বরাবরই কঠিন অঙ্ক কষতে হচ্ছে। ফলে সরকারের একমাত্র অগ্রাধিকার এবার রাজস্ব আদায় ও পরিধি বৃদ্ধি করা। সে কারণেই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘ক্যাশ অ্যান্ড ডেবিট ম্যানেজমেন্ট কমিটি’র (সিডিএমসি) এক সভায় বাজেট ঘাটতির অর্থায়নে রাজস্ব বৃদ্ধির নির্দেশনা এসেছে।
সম্প্রতি সিডিএমসি’র ৫২তম সভা থেকে আসা এমন নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর। সভার সিদ্ধান্ত অনুসারে, সঞ্চয়পত্র হতে সরকারের অর্থায়ন হ্রাস পাওয়া এবং ব্যাংক ঋণে সুদের হার বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি গ্রহণযোগ্য মাত্রায় রাখতে ‘রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই’ বলে মত এসেছে। যদিও রাজস্ব আদায়ে প্রতিষ্ঠানটির সফলতা খুব বেশি নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা।