মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারের শিশুদের অংশগ্রহণে আয়োজনটি হয়।
মঙ্গলবার (ফেব্রুয়ারি ২০) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।
হুমায়ুন কবীর চৌধুরী বলেন, শিশুদের জন্যে নেওয়া এই আয়োজনের মাধ্যমে শিশুরা মাতৃভাষার প্রতি, দেশের প্রতি, শহিদদের প্রতি শ্রদ্ধাশীল হবে। তাদের আত্মত্যাগের ও বীরত্ব গাঁথা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আগামীর ভবিষ্যতের আঁকা শহিদ মিনার, জাতীয় পতাকা, স্মৃতিসৌধের মাধ্যমে শিশুদের মাঝে ইতিবাচক চেতনা তৈরি হবে।