রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণা ফের পিছিয়ে ১৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে এদিন তা প্রস্তুত না হওয়ায় আদালত রায় ঘোষণার জন্য নতুন তারিখ ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রায় ঘোষণার জন্য গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।