জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বাংলা ভাষা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রসারের জন্য আন্তর্জাতিক পণ্যের বাজারে বাংলা ভাষাকে এনে চর্চা করতে হবে। এর জন্য সবাইকে ভালো পড়ালেখা করতে হবে। নিজেদের উপযোগী করে তুলতে হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় ‘আমরা তোমাদের ভুলবো না’ একুশে পঙক্তিমালা নামক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ড. সাদেকা হালিম বলেন, সম্প্রতি আমি ইউনেস্কোতে আন্তর্জাতিক এক সেমিনারে গিয়ে দেখেছি সেখানে চারটি ভাষা ব্যবহার হচ্ছে। সেখানে বাংলা ভাষা নেই। অথচ বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা বিশ্বে অনেক বেশি। এর কারণ আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে মুদ্রার ব্যবহার করি তা ইংরেজিতে হয়। আন্তর্জাতিক পণ্যের বাজার সব ইংরেজিতে। আন্তর্জাতিক পণ্যের বাজারে অফিসিয়াল ভাষায় বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে।